এলোমেলো ভাবনা
১)
স্বপ্ন চুরি
মুছে ফেল চোখের জল,
হাত রাখো এই হাতে,
দেশ গড়ার স্বপ্ন চুরি হয়ে যায়
প্রতিদিন প্রতিরাতে,
২)
বাংলা
সবুজ লাল বসন তোমার
বাঊল তোমার শুরু আর শেষ,
মাটির সুরে গাইছি আমি
ভালবাসি বাংলাদেশ।
৩)
রং
রঙ-এর নেশায় রঙের মানুষ রং ছড়িয়ে যায়,
তীর ছাড়া তরীগুলো ঢেঊ সরিয়ে বায়—
রংধনুর সাত রং এ রঙ্গিন পৃথিবী সাজে,
তোমার সুর আমার প্রানেতে এক সুরেতে বাজে।
৪)
তবু বাংলাদেশ হৃদয়ে আমার
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
যদিও যুদ্ধ দেখেছি অজস্র,
মানুষে মানুষে ’৯০ এর গনআন্দোলনে—
দাবির মিছিলে কানসাটের জাগরণে,
দেখেছি ব্যার্থতা, হতাশা আর নির্বেদ বিষাদ—
দেখেছি জলের ধারা মানুষের কান্নার
তবূও বাংলাদেশ হৃদয়ে আমার
৫)
প্রেম
ধৈর্য প্রেমের অহংকার
ঝগড়া প্রেমের অলংকার;
অতৃপ্তি প্রেমের আকুতি
ভালবাসাতে তার গতি।
৬)
বৈশাখ
আবার এসেছে বৈশাখ
প্রানে তব লাগে দোল
বাউল ভাটিয়ালীর সুরে বাজে
একতারা বাশি ঢোল।
জাত বর্ণের বিভেদ মুছে
বর্ষবরণ করছে বাঙ্গালী,
পুরোনো সূর্যকে ভুলে
নতুন সূর্যকে
আজি বাঙ্গালীর অঞ্জলী।
শুদ্ধ চিত্তে শুভ্র হৃদয়ে দৃপ্ত পায়ে
মংগল শোভা যাত্রায় মেশো
এসো হে বৈশাখ
এসো এসো।
৭) কষ্ট
হারাবার জন্য তো
খুঁজে বেড়াইনি তোমায়
নষ্ট সমাজ কষ্ট কাব্যে
তুষ্ট নয় এ হৃদয়
types:
Poem
- raksand's blog
- Log in to post comments
Facebook comments