হয়তবা প্রেম!!
তোকে ভালবাসি কিনা জানি নে তবে পাশে না থাকলে শুন্যতা হয় যা পুরণ হবার নয় দূরে থাকলে তোর অস্তিত্ব অনুভূত হয় কিছুটা মিস করি তোকে…
তোকে ভালবাসি কিনা জানি নে তবে পাশে না থাকলে শুন্যতা হয় যা পুরণ হবার নয় দূরে থাকলে তোর অস্তিত্ব অনুভূত হয় কিছুটা মিস করি তোকে…
পরানের ভেতর থাইক্যা সে বাহির হইয়া আসে ইশারায় ঠারে ঠারে আমায় ডাকে কতা কয় আমার লগে। কয়, “চল উজান পানে অচিন দেশোত যাইগা, ভাটির দেশোত…
একদিন ধুপছায়া রাত পেরিয়ে ঘুম ভাংগা এ চেনা শহরে তোমার স্পর্শ খুজে ফিরি পায়ের ছাপে রিমঝিম নুপুরে শিউলি ফুলের গন্ধ বিদুরে সানাই সুর বেজেছিল দুর…