নাড়ির টান
কি হে শংখচিলডানায় রৌদ্রের রং মুছেখুঁজে ফের কবিতার অন্তমিল।নাকি মুক্তির ভাগ্যাকাশক্ষনিকেই শেষ হয় খাঁচা হারানোর দীর্ঘশ্বাস। কি সে যতনে আঙুলের ফাঁক থেকে পালিয়ে ধরা দাও…
যে আঙুলগুলো অবিন্যস্তভাবে খেলা করত আমার চুলের ভিতরেসেগুলো এখন মোবাইলের টাচ স্ক্রিনে আমার ফেসবুক খুঁজে ফেরে, যতই বোঝাও না কেন বইতে পারব নিজেদের জীবনভারআমি জানি…