এই তুমি কি আবার মানুষ হতে চাও
তাহলে কড়া মন আর ভারী মারণাস্ত্র ফেলে দাও
ভেবে দেখো রক্ত, নাকি মানুষের দরকার তোমার
দেশের ঠিকানা পেরিয়ে কালের সীমানা ছাড়িয়ে
ক্রোধ, হিংসা, জিঘাংসা কে দাও হারিয়ে
চেয়ে দেখো প্রদীপের আলোয় রাঙা সোনালী প্রেমিকা
আর ক্যান্ডল লাইট ডিনারের আলোক ছটায় সুন্দরী যুথিকা
সবই এক ও অবিচ্ছেদ্য
তাহলে
মুছে ফেল হৃদয়ের সংকীর্ণতা
পৃথিবী চাইছে তোমার বন্ধুতা
বন্ধুত্বে নেই কোনো পদ্মা, যমুনা বা গঙ্গা
বন্ধুত্ব পারে পাল্টাতে জীবনের সংগা.
তুমি কি আবার সেই সব ফিরে পেতে চাও
তাহলে হৃদয়ে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে দাও
সব কিছু তোমার প্রদীপের আগুনে শুদ্ধ হোক
পৃথিবীর সব মানুষ যেন এক জাতেরই লোক
মেলবোর্ন ১২.০৯.১৯