আমার পরিবার ছোট পরিবার, তোমার আমার হাসি কান্না
আমার পরিবার তেলেভাজা বেগুন, চুলোয় ফুটতে থাকা রান্না
পরিবার আমার দিগন্ত ছুঁয়েছে, মানে না কোনো বাঁধা
ধর্ম বিদ্বেষ ভুলে, এক হয়েছে নার্গিস সোফিয়া রাধা
আমার পরিবার মানে শিহরিত প্রেম
আঙুলের ফাঁকে আঙ্গুল জীবন্ত
ছোট হয়েছে সাধ আহ্লাদ
ধোয়া ওঠা খিচুড়ি হয়নি বাড়ন্ত
আমার পরিবার কাঁটাতার মানে না
ওপারেতে নচিকেতা এপারে নীলাঞ্জনা
বলেনি কথা, আসেনি ফিরে
ভয় পায়নি সুরঞ্জনা
পরিবার কখনও মাথা নত করে না
বিপুলা পৃথিবীর মাঝে
তুমি আমি জড়িয়ে আছি রাতবিরেতে
জ্বালিয়েছি দ্বীপ সকাল সাঁঝে
আমার পরিবার জাতের সীমানা মানে না
কারণ আকাশ কে ভাগ করা যায় না
কথা দিচ্ছি বৃষ্টিতে ধুয়ে যাবে শব
মানবতার বিরুদ্ধে প্লিজ যুদ্ধ করো না
দেশ দখল করা যায়, ধর্ম দখল হয়
মানুষ হত্যা করা যায়, নারী হয় বলাৎকার
যুদ্ধে যুক্তি বা সংযুক্তি কোনোটাই হয় না
জীবন মাথা খুঁটে মরে, করে হাহাকার
চোখের জলের জলছবি হয়
কিন্তু জলরঙের, কোনো ছবি আসে না
কারণ কান্নার কোনো রং নেই
নোনা জলে মিষ্টি মুখ হাসে না
তাই আমার পরিবার বেঁচে থাকতে চাই ভালোবাসায়
দরজা খুলে তোমার হাসি দেখে, বাঁচতে চাই এই আশায়.
রুমন কামাল
মেলবোর্ন ৯.৮.১৯