পথে এবার নামতে হবে
পথেই পাবে পথের দেখা।।
পথের ভিতর পথের মেলা
পথ রাঙাবে আবীর খেলা।
আমি যাযাবর
পথেই বানিয়েছি ঘর
পথ থেকে পথে তেপান্তর
পথ দিয়েই যাব লোকান্তর ।
পথের মানুষ রইল চেনা
পথেই হারাব শেষ ঠিকানা।
বন্ধু তুমি
পথে পেয়েছ আমায়
পথের সাথী চিনতে করো না ভুল
পথই দিবে রক্ত জবা
পথেই পাবে শিউলি বকুল
যদি জানতে চাও আমার ব্যাথা
লেখা থাকবে পথে আমার কথা
পথে এবার নামতে হবে
পথেই পাবে পথের দেখা।।
পথের ভিতর পথের মেলা
পথ রাঙাবে আবীর খেলা।
মেলবোর্ন ২.১২.১৮