যদি থাকে তোর কপালে
পাবি রে তুই, রইলেও পাতালে
দেহের সনে মনের বিবাদ
মন তুই কেন করিস উৎপাত।
গুরু
আমি তোর প্রেমের কাঙাল
তাই
লোকে আমায় বলে চন্ডাল।।
নদীর পানি মিঠা স্বাদ
লোনা দরিয়ার জল
চোখের জল নোনা যদিও
ও মন, বিভেদ কেন বল।
আমি যদি পায় আমাতে ভয়
তনু মন তবে আমার কেন হয়
পিন্জিরার মাঝে সে যে বসে রয়
সময়ের মাঝে কেন জাতের ক্ষয়
গুরু,
আমি তোর প্রেমের কাঙাল
তাই
লোকে আমায় বলে চন্ডাল।।
মেলবোর্ন ২০.১১.২০১৮