দেশের জন্য যুদ্ধ,
বাঁচার জন্য যুদ্ধ
জীবন রক্ষার যুদ্ধ
জীবন বিপন্নের যুদ্ধ
সাদার সাথে
কালোর যুদ্ধ
যুদ্ধের বিপক্ষে যুদ্ধ
জেরুজালেম ফিলিস্তিনে
ধুকছে দেবালয়
মানবতা বিপন্ন আজ
আফগান সিরিয়ায়
চার্চ প্যাগোডা পুড়ছে,
রক্তাক্ত মন্দির মসজিদ
কোথায় ডাকি খোদা তোমায়
কোথায় তুমি মুরশিদ
খোদাকে গড বললে
হরির কি এসে যায়
কৃষ্ট আর খৃষ্ঠের
মিল তো ঠিক পায়
মানবতার উপর হামলা,
ধর্ম রক্ষার যুদ্ধ তো নয়
সেই বর্বরতায় ধর্মান্ধদের
হাত আছে নিশ্চয়
মায়ানমারে যখন শুরু হয়
ধর্মের নামে রোহিংগা নিধন
মানবতা ধুলায় মিশে যায়
মূল্যহীন হয় অমূল্য জীবন
নিউজিল্যান্ডর মসজিদে হত্যা করেছিল
যে নরপশু
তারই দোসরের হাত থেকে রক্ষা পায় না
শ্রীলংকায়ও যিশু।
এখন দেখি
যিশু-মোহাম্মদ-রাম-গৌতম বুদ্ধ
ধর্মব্যবসায়িরা
যেন করছে তাদের বিরুদ্ধেই যুদ্ধ
তাই আসুন যতই থাক মত বিরুদ্ধ
শুরু করি সন্ত্রাসের বিপক্ষে যুদ্ধ।
মেলবোর্ন ২২.০৪.২০১৯