সকাল, টুথব্রাশ, অফিস, জার্নি
সারাদিন, গলদঘর্ম, নি:শেষ কেরানী
রাতঘুম, নরমগরম, বিছানা সোহাগ
নাকডাকা, চিৎকাৎ, কম্বল, বেহাগ
সাপ্তাহিক ছুটি, বাজার ঘাট, ঘরকন্না
শাক-সব্জী, খুন্তি ছুরি, পাতিল রান্না
রাত, দিন, ক্ষণ, মাস, বছর
মাগরিব, ঈশা, ফজর, যোহর, আছর
আবার
সকাল, টুথব্রাশ, অফিস, জার্নি
সারাদিন, গলদঘর্ম, নি:শেষ কেরানী।
রুমন কামাল
২০.০৯.২০১৯