June 2018

বাংলাদেশ

বাউলসুরে ভেসে আসে

জননেত্রী

বুবু তোমার হাতে

বিবাহবার্ষিকী

সেদিনের সেই স্বর্ণালী সন্ধ্যায়
বসন্তের মাতাল রজনীগন্ধায়
শপথ নিলাম পথ চলব দুজনে 
বাঁধা পড়িলাম সেই ২রা ফাল্গুনে 
পাঁচ বছর তো এমন বেশী কিছু নয়
সাদা কালো রং বেরঙে কেটে গেল সময়

উৎসর্গ

১)
উনিশ নম্বর চৌধুরী লে

যতীন বাবুর ছায়া

১) খুব ভোরবেলার দিকে যতীন সাহেব টেবিলে কাজ করতে করতে টুপ করে মরে গেল। এই মৃত্যুটি অকাল মৃত্যু না হলেও নামকরা ব্যাক্তিবর্গের মৃত্যুতে অকাল প্রয়াণ শব্দটি লিখবার সময় কলমের ডগায় চলে আসে। একটু যেন কোথায় হায় হায় ভাবটা বিরাজ করে ‘অকাল প্রয়াণ’শব্দটির মাঝে। এমনিতে নিরোগ শরীরের অধিকারী হলেও যতীন সাহেবের বয়সকাল যথেষ্ঠই হয়েছিল। বলতে গেলে মরবার বয়স তাঁর ক্রমেই পার হয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে বলছিলাম তারকা শ্রেণীর নামকরা ব্য

দীর্ঘশ্বাস


ইচ্ছে হলে স্বপ্ন কুড়ায়
নতুন রঙের ঘুড্ডি উড়ায়
জীবন মেঘের ছোট্ট চুঁড়ায়
তোমার আমার খুন্তি কড়াই

গন্ধ ভরা জামার ভাঁজে
এলো চুলে চিরুনীর খাঁজে
লাজ সকালে বসন্ত সাজে
তোমার আমার ঘন্টা বাজে

পায়ে চলার পথের বাঁকে
অনেক কিছু গল্প থাকে
তিথিডোরে ঝাঁকে ঝাঁকে
তোমার আমার স্মৃতি ডাকে

হাত বাড়ালে রাত জোছনা
রুটিনে চলেছি আমরা দু’জনা
সংসার কর্তব্যে বাঁধা ধিন তানা